ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


‘ডেঙ্গু নিয়ন্ত্রণ না হলেও চিকিৎসায় কোনো সমস্যা নাই’


১৪ নভেম্বর ২০২২ ০২:১৯

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে, প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। এটা যেমন ঠিক, তেমনি ডেঙ্গু চিকিৎসা নিয়ে কেউ কোনো অভিযোগ বা সমালোচনা করতে পারেনি।

রবিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লু’তে আয়োজিত ডেঙ্গুর নতুন গাইডলাইন প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ডেঙ্গুর চিকিৎসা সফলভাবেই দেওয়া হচ্ছে এমনটা দাবি করে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজটি স্থানীয় সরকার, সিটি করপোরেশন, পৌরসভা ও দেশের নাগরিকসহ অন্যদের দায়িত্ব।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ এর ফলে পুরাতন গাইডলাইনটি নতুন করে সাজানো হয়েছে। নতুন গাইডলাইনে আশা করি ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। সে বিষয়ে সব ডাক্তার-নার্স ও টেকনিশিয়ানরা কাজ করছেন।

নতুনসময়/আইকে