ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


তিন তলা ভবন ভেঙে খালে


১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৯

সংগৃহিত

কেরানীগঞ্জে চরাইল খেলার মাঠ এলাকায় তিন তলা একটি ভবন ভেঙে পাশের একটি খালে পড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সকালে ভবনটি ভেঙে পড়ে।

ভবনটির মালিক গণমাধ্যমকে জানান, সকালে বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন। তার তার স্ত্রী রান্নার কাজ করছিলেন। এ সময় হঠাৎ ভবনটি হেলে পড়ে। মূহূর্তের মধ্যেই ভবনটি ভেঙে যায়। ঘরে থাকা লোকজন সিঁড়ি বেড়ে দ্রুত বাড়ির বাহিরে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে দুইজনকে উদ্ধার করে নিয়ে আসেন।

ঘরের ভেতরে বাড়ির মালিকের পরিবার ছাড়া কোনো ভাড়াটিয়া ছিলেন না। বাড়ির সবাই বেরিয়ে আসায় আর কেউ ভেতরে আটকা নেই বলে জানিয়েছেন বাড়িটির মালিক। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের লোকজন এখনো উদ্ধারকাজ চালাচ্ছে। ঘটনার পর পাশের দোতলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।