ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো শিশুসহ ৩০ কিশোর-কিশোরী
ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর শিশুসহ ৩০ জন কিশোর-কিশোরী দেশে ফিরেছেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তারা হলেন, আলাউদ্দিন হোসেন, রমজান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমজান গাজী, মলয় মন্ডল, সুদিপ্ত মন্ডল, নিজাম উদ্দিন, ইয়াছিন, সোহেল সর্দার, আরমান মোল্লা, তামিম গাইন, রিফাত হোসেন, আব্দুল্লাহ শেখ, কারিমুল খান, সিয়াম মল্লিক, স্বপ্না মন্ডল, শাহীন রেজা, অহনা শেখ, রুবি সর্দার, মিম খাতুন, শারমিন আলি, টুম্পা পারভিন, সাবা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন, রুনা খাতুন, শামসুন্নাহার ও রাজিব ইসলাম।
মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসা শিশু-কিশোররা কলকাতার সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন। পরে দুইদেশের সরকারের ট্রাভেল পারমিট পেয়ে দেশে ফেরেন তারা। মহিলা আইনজীবী সমিতিসহ তিনটি এনজিও সংস্থা তাদেরকে থানা থেকে গ্রহণ করবে। পরে তাদেরকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন বলেন, আইনি প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তাদের তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।
