ঢাকা বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


করোনামুক্ত হলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব


২৩ জুন ২০২০ ১৮:০০

করোনামুক্ত হলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

মাইদুল ইসলাম জানান, সোমবার (২২ জুন)সচিব মো. আলী নূর ও তার স্ত্রী করোনার পরীক্ষা করান । পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে।

গত ১০ জুন থেকে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন সচিব আলী নূর।

মো. আলী নূর ২০১৯ সালের ৩১ ডিসেম্বরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে যোগদান করেন।