ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


শনিবার থেকে হাসপাতালে ডিএনসিসির মশকনিধন


২০ জুন ২০২০ ০০:২৭

ছবি সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কোভিড-১৯ ও নন-কোভিড হাসপাতালগুলোতে রোগী, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কেউ যেন ডেঙ্গুতে আক্রান্ত না হন, সে জন্য শনিবার (২০ জুন) থেকে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কর্মসূচি শুরু হবে।

শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালগুলোতে অনেক সময় রোগীদের জন্য মশারি থাকে না বা টানানো হয় না। সেখানে একজন ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তাররোধে আগামী এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশপাশের এলাকাগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। মশক নিধন কার্যক্রমের মধ্যে সকালে লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) এবং বিকেলে এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ডিএনসিসি কর্তৃক হাসপাতালগুলোর আঙিনায় এবং আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে। ডিএনসিসির অন্যান্য এলাকায় স্বাভাবিক মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।