ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত


২০ জুন ২০২০ ০০:১১

ছবি সংগৃহীত

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত। তিনি বর্তমানে ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। শুক্রবার (১৯ জুন) দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, আমার করোনা পজিটিভ এসেছে। এখন রক্ত নিয়ে যাচ্ছে অন্যান্য পরীক্ষার জন্য। আমি ভাল আছি, বর্তমানে বাসায় আছি। আমার জন্য দোয়া করবেন। খন্দকার মোশারফ হোসেন একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের শ্বশুর। ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বাসার স্টাফ ও অন্যান্যদেরও করোনা পজিটিভ আসছে আগেই।