ঢাকা শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৭ই পৌষ ১৪৩২


আশুলিয়ায় পাঠাও চালককে গলা কেটে হত্যা


১৭ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৮

আশুলিয়া থানার অধীন কাঠগড়া এলাকায় চাঞ্চল্যকর পাঠাও রাইড চালক শামীমকে (৩০) গলা কেটে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে র‍্যাব-১-এর একটি দল তাদের গ্রেফতার করে। এ সময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোনসহ হত্যাকারীর রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হয়।



র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টায় র‌্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

নতুনসময়/আনু