ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


পোস্টার-মাইকিংয়ের বিকল্প চায় নির্বাচন কমিশন


৭ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৮

পোস্টার-মাইকিংয়ের মতো প্রচলিত নির্বাচনী প্রচার পদ্ধতি আগামীতে আর ব্যবহার করতে চায় না নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে বসবে ইসি। আজ ৬০তম কমিশন সভা শেষে ইসি সচিব মো. আলমগীর এ কথা জানান।

তিনি বলে, বিধিমালার মধ্য থেকে পরিবেশ ক্ষতিকারক পোস্টার মাইকিংয়ের বিকল্প কিছু নির্বাচনে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে সিদ্ধান্ত হবে। এতে অবশ্যই প্রার্থীদের মতামত নেয়া হবে, যা হবে সমঝোতার ভিত্তিতে। পোস্টার-মাইকিং বাদে পথসভা, টিভি বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে নির্বাচনী প্রচার চালানোর আইডিয়া কমিশন প্রার্থীদের দেবে, পাশাপাশি প্রার্থীদের কোনো আইডিয়া থাকলে কমিশন তা গ্রহণ করবে বলে জানান ইসি সচিব।

উল্লেখ্য, শূন্য হওয়া ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনে উপনির্বাচন আগামী ২১শে মার্চ অনুষ্ঠিত হবে।

নতুনসময়/আইকে