ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


মহাসচিব হিসেবে ফখরুলের মূল্যায়ন করলেন কাদের


৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৮

ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব হিসেবে নিজে কোন সাফল্য দেখাতে পারেননি বলেই, মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কারচুপির অভিযোগে দুই সিটির নির্বাচনের ফল বাতিল করে নতুন নির্বাচন দেয়ার দাবী করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সেতুমন্ত্রী এ কথা বলেন।

কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারচুপির অভিযোগে দুই সিটির নির্বাচনের ফল বাতিল করে নতুন নির্বাচন দেয়ার দাবী করেছেন। ইভিএমের মাধ্যমে এই নির্বাচনে কারচুপির বা ফলাফল বদলে দেয়ার কোনো সুযোগ ছিল না। হেরে যাওয়ার কারণেই বিএনপি প্রার্থীরা ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তাদের সব আহ্বান জনগণ প্রত্যাখ্যান করবে।

পদ্মা সেতুর অগ্রগতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ ৭৭ শতাংশ শেষ হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি ২৪ তম স্প্যান বসবে।

তিনি আরো বলেন, আগামী দুই মাসের মধ্যে করোনা ভাইরাস সমস্যা কেটে গেলে এবং চীনা নাগরিকরা সবাই ছুটি কাটিয়ে কাজে যুক্ত হলে পদ্মা সেতুর অগ্রগতি বাধাগ্রস্ত হবে না। তবে, করোনা প্রলম্বিত হলে কাজে কিছুটা সমস্যা দেখা দিতে পারে।

আগামী মাসেই ঢাকা -মাওয়া সড়ক উদ্বোধন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।