ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে


৬ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪২

ছবি সংগৃহীত

একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের ইমানুয়েল ব্যাংকুয়েট হলে আয়োজিত ঢাকার উত্তর ও দক্ষিণ নির্বাচনের পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পরবর্তী এ সংবাদ সম্মেলন করছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন।

নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন না ঘটায় নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের উপর জনগণের কোন আস্থা নেই তা প্রমাণ হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আবারও প্রমাণ হয়েছে বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে পারলেই কেবল বর্তমান রাজনৈতিক সংকট নিরসন সম্ভব।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পরবর্তী এ সংবাদ সম্মেলনে সিটি নির্বাচনের ফলাফলের সকল তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করার দাবি জানান ঢাকা উত্তর নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী বিএনপির তাবিথ আউয়াল।

তাবিথ আউয়াল বলেন, নির্বাচনের ফলাফলের সকল তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে।

তিনি প্রশ্ন রাখেন, পুলিশের উপর হামলার ঘটনায় যদি কেউ কারাগারে যায়, তবে কেন সাংবাদিক নির্যাতনের ঘটনায় হামলাকারীরা আটক হবে না? জনগণ এটা মেনে নেবে না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নির্দেশে ভোটারদের কেন্দ্রে প্রবেশে ঢুকতে দেয়া হয়নি। বানানো লাইনে নেতাকর্মীদের দাঁড় করিয়ে রেখে কেন্দ্র নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পুলিশের পোশাকে ক্ষমতাসীন দলের কর্মীদের দখলে ছিলো ভোট কেন্দ্রগুলো। ভোট কারচুপির জন্য নির্বাচনের দিন পরিকল্পিতভাবেই ভোটারদের আসতে দেয়নি ক্ষমতাসীনরা।

ফলাফল ঘোষণা নিয়ে উত্তরে মেয়রপ্রার্থী বলেন, ফলাফল প্রকাশ পেতে ভোর ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হলেও আওয়ামী লীগের প্রার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে রাত ৯ টায় দেখা করে নিজেদের মেয়র ঘোষণা করেন। এতেই প্রমাণ হয় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কখনই সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়।

পরে ঢাকা দক্ষিণে বিএনপির পরাজিত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেন, ইভিএম প্রক্রিয়ায় নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, অনেক মেশিনে ধানের শীষ প্রতীকই রাখা হয়নি।

ইশরাক হোসেন বলেন, কমিশন মনগড়া ও বানোয়াট ফলাফল ঘোষণা করেছে। এ নির্বাচনে ভোটারদের সাথে অন্যায়-অবিচার করা হয়েছে।

এসময় ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোট দেয়ার অঙ্গীকার রক্ষায় ব্যর্থ হওয়ায় বক্তব্যের শুরুতে ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা ও ব্যর্থতা স্বীকার করেন ইশরাক।

তিনি আরো বলেন, জনগণের পালস বুঝতে পেরে ক্ষমতাসীনরা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, কিন্তু তা না করে ভোট কারচুপি করেছে, এতে ক্ষমতাসীনদের প্রতি আমরা হতাশ হয়েছি।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তরে তাবিথ আউয়াল হেরে যান আওয়ামী লীগের আতিকুল ইসলামের কাছে। আর দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে হেরে যান বিএনপির ইশরাক হোসেন। পরাজিত দুই মেয়র প্রার্থীই এরইমধ্যে ফল বর্জন করেছেন। এ নিয়ে রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপি সকাল-সন্ধ্যা হরতালও পালন করেছে।