ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


হরতাল বিরোধী মিছিলের নেতৃত্বে যুবলীগ নেতা সোহেল শাহারিয়ার


৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:২৮

ছবি সংগৃহীত

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাহার করে বিএনপি রবিবার সারদেশে হরতালের ডাক দেয়। হরতাল ঘোষনার পর পরই রাজধানীর শান্তিনগরে যুবলীগ নেতা সোহেল শাহারিয়ার রানার নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল হতে দেখা যায়।

হরতালের বিরুদ্ধে যুবলীগ নেতা সোহেল শাহারিয়ার জানান, বিএনপির যে কোন ষড়যন্ত্র রুখে দেয়া হবে। আমরা মহানগর দক্ষিণের ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামিলীগের কর্মীরা বিএনপির কোন হীন ষড়যন্ত্র সফল হতে দিবো না। প্রয়োজনে রাজপথে পাহারায় বসবো, তবুও বিএনপির কোন হীন মানষীকতার ষড়যন্ত্রের মনবাসনা পূর্ণ হতে দিবোনা।

তিনি আরো জানান, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ভরাডুবি বিএনপি কোন ভাবেই মেনে নিতে পারছে না বলেই ফলাফল ঘোষনার মাঝপথেই হরতালের ডাক দিয়ে আবারো দেশের জনগনকে বুঝিয়ে দিলো তারা দাঙ্গা ও হাঙ্গামা বাধিয়ে দেশকে সর্বদা অস্থিতিশীল করতেই নানা ফন্দি আঁটছে। আমাদের সকলকে সদাসর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে।

মিছিলটি শান্তিনগর হয়ে রাজারবাগ দিয়ে মালিবাগে গিয়ে যুবলীগ নেতা সোহেল শাহারিয়ার রানার বিএনপির ডাকা এ হরতালের বিরুদ্ধে বক্তৃতার মাধ্যমে মিছিলের সমাপ্তি হয়।

হরতাল বিরোধী এ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামিলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।