ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


যান্ত্রিক ত্রুটি, ইন্টারনেটে ধীরগতিতে ফল প্রকাশে দেরি


৩ ফেব্রুয়ারি ২০২০ ০৩:১৭

দ্রুত ফল প্রদান ও স্বচ্ছতার জন্য ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ট্যাব ব্যবহার করা হয়েছিল ঢাকার সিটি (উত্তর ও দক্ষিণ) করপোরেশন নির্বাচনে। অথচ ভোট সম্পন্ন হওয়ার প্রায় ১০ থেকে ১১ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ভোটের ফল পেতে। যান্ত্রিক ত্রুটির কারণে এ দেরি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান আবুল কাসেম।

ইভিএমে যে ফল ঘোষণা করতে দেরি হল, সে কারণ চিহ্নিত করেছেন কি না? নির্বাচন কমিশনকে বিষয়গুলো লিখিতভাবে জানাবেন কি না? এসব প্রশ্নের জবাবে আবুল কাসেম বলেন, ‘আমাদের ভোটগ্রহণ হয়েছে বিকাল ৪টা পর্যন্ত। সর্বোচ্চ সাড়ে ৫টা বা ৬টার মধ্যে ইভিএমের ফলাফল কেন্দ্রে হয়ে গেছে। আমাদের এলাকা অনেক বড়, সেই সাতারকুল, বেরাইদ পর্যন্ত। ওইখানে আমাদের যে নেট ছিল, তা ধীরগতির ছিল। এ কারণে আমাদের দেরি হয়েছে। ট্যাবের মাধ্যমে আমরা যে ফলাফল নিয়েছি, ওইখানে নেটওয়ার্কে বা আমাদের কিছু যান্ত্রিক বা টেকনিকাল ত্রুটির কারণে আমাদের ফলাফল দিতে বিলম্ব হয়েছে।’

বিষয়টি আরও ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ইভিএমের ফলাফল ভোট শেষে আধা ঘণ্টার মধ্যেই হয়ে গেছে। কিন্তু পথে আসতে দেরি হয়েছে। পরবর্তীতে আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়েছে। এগুলোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমে উত্তর সিটির ফল প্রকাশের কথা থাকলেও পরবর্তীতে তা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে করা হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ে যেকোনোভাবে নেটওয়ার্ক ধীর গতি থাকায় ফল প্রকাশ দেরি হওয়ার অন্যতম কারণ বলেও দাবি করেন আবুল কাসেম।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘যারা নির্বাচিত হয়েছেন, ফলাফলের যে একীভূত বিবরণী, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আজ বিকেলের মধ্যেই আমি ফলাফল নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আমার মনে হয়, গেজেট আকারে প্রকাশ করতে বেশি সময় লাগবে না। তবে এ সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

উত্তর সিটিতে ২৫ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেন তিনি।

দুই সিটিতে শনিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। উত্তর সিটিতে রাত পৌনে ৪টার দিকে বেসরকারি ফল প্রকাশ শেষ হয়। দক্ষিণ সিটিতে তার প্রায় ১ ঘণ্টা আগে বেসরকারি ফল প্রকাশ শেষ হয়। নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে নির্বাচন প্রত্যাখান করেছে বিএনপি।

নতুনসময়/আইকে