ঢাকা শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৭ই পৌষ ১৪৩২


প্রধানমন্ত্রী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন


১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৩

সংগৃহিত

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাল সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে তাঁর ভোট দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকাল ৮টার দিকে ধানমন্ডিতে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এর মেয়র এবং কাউন্সিলরদের নির্বাচিত করার জন্য আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনও বিরতি ছাড়াই ভোটগ্রহণ করা হবে।

নতুনসময়/আইএ