ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান


২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৫

দুর্নীতিসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের চলমানঅভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমি মনে করি এটা অত্যান্ত পজিটিভ (ইতিবাচক)। এই অভিযানের মাধ্যমে উনার (প্রধানমন্ত্রী) দুর্নীতির বিরুদ্ধে যে শক্তিশালী অবস্থান, সেটার বহিঃপ্রকাশ ঘটেছে।

মঙ্গলবার সকালে সাভারের মিলিটারি ফার্মে অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুর্নীতিসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দেশে অপরাধের সংখ্যা কমে আসবে বলেও মন্তব্য করেন সেনা প্রধান।

নতুনসময়/আইকে