ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


সমঝোতায় দেবর-ভাবি, চেয়ারম্যান জিএম কাদের, বিরোধী দলীয় নেতা রওশন


৯ সেপ্টেম্বর ২০১৯ ০০:২৪

ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতার পদ নিয়ে চলমান সঙ্কটের সমাধান হয়েছে। আগামী জাতীয় কাউন্সিল পর্যন্ত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন রওশন এরশাদ।
রবিবার (৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
এর আগে শ‌নিবার (৭ সেপ্টেম্বর) রা‌তে রাজধানীর একটি হোটেলে রওশন ও জিএম কাদেরের প‌ক্ষের নেতারা দীর্ঘ বৈঠক শে‌ষে সম‌ঝোতায় উপনীত হন। এছাড়া রংপুর-০৩ আসনে প্রার্থিতা চূড়ান্ত করবেন পার্টির চেয়ারম্যান ও মহাসচিব।