ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


টোল আদায় গণবিরোধী সিদ্ধান্ত : রিজভী


৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৯

ছবি সংগৃহিত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন জনগণের ‘পকেট কাটতে’ সরকার মহাসড়ক থেকে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন রিজভী। সরকারের ওই সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পাশাপাশি জাতীয় মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ দেন। তিনি বলেন, জাতীয় মহাসড়ক ব্যবহার করলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও টোল দিতে হবে। এখন দেশের সড়ক-মহাসড়কে নির্মিত সেতু থেকে টোল আদায়ের রীতি রয়েছে।