ঢাকা বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১


জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর চাউর


৪ জানুয়ারী ২০২৫ ১৮:০২

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে একটি খবরই চাউর হয়েছিল ফের বিয়ে করলেন সংগীতশিল্পী তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে প্রচার করা হয়। তবে বিষয়টি নিয়ে তাহসান জানালেন, ‘বিয়ে এখনও হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’

জানা যায়, রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে 'রোজা'স ব্রাইডাল মেকওভার' নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

তাহসান খান বাংলাদেশের বিনোদন অঙ্গনে একজন সফল গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত। তার সংগীতজীবনের শুরু ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে, যেখানে শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের একটি অনন্য মিশ্রণ তাকে জনপ্রিয় করে তোলে।

তাহসানের এই নতুন জীবনের খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘অবশেষে তাহসান খুঁজে পেলেন চাঁদের আলো’—যা তার জনপ্রিয় গানের সাথে মিলে যায়।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তাহসান ও মিথিলার সম্পর্কের শুরু হয়েছিল ব্ল্যাক ব্যান্ডের একটি আড্ডায়, যেখানে মিথিলা তাহসানের গান শুনতে গিয়ে ধীরে ধীরে তার প্রেমে পড়েন।