ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী কীভাবে জামুকার চেয়ারম্যান পদে থাকেন, জানতে চেয়েছেন হাইকোর্ট


২৩ মে ২০২৩ ২৩:১০

যিনি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী তিনিই আবার জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের চেয়ারম্যান পদে কীভাবে থাকেন, সেটি জানতে চেয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৩ মে)বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বগুড়ার বীর মুক্তিযোদ্ধা নবাব আলীর দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন।

একইসঙ্গে আদালত মুক্তিযোদ্ধা নবাব আলীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে জামুকার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। তাকে বেতন ভাতা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আদালত বলেন, যিনিই পুলিশ তিনিই বিচারক, এটা হতে পারে না। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একইসাথে মুক্তিযুদ্ধ কাউন্সিলের চেয়ারম্যান থাকলে প্রকৃত মুক্তিযোদ্ধা মূল্যায়ন যাচাই-বাছাই একই হয়ে যাবে। ফলে কাউন্সিলের কার্যক্রমের কোনো মানে থাকে না।