ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


এবারের হজ প্যাকেজ অমানবিক: হাইকোর্ট


১৪ মার্চ ২০২৩ ২২:৫২

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবারের হজ প্যাকেজকে অমানবিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে হজের ব্যয় নিয়ে সরকারকে সবশেষ অবস্থা জানাতে নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে মোট ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে মাথাপিছু খরচ পড়বে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। কোরবানির খরচ এই প্যাকেজের মধ্যে ধরা হয়নি। কোরবানি বাবদ অর্থ প্রত্যেক হজযাত্রীকে আলাদাভাবে সঙ্গে নিতে হবে।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে গত রবিবার পর্যন্ত ৮০ হাজারের বেশি ব্যক্তি নিবন্ধন করেছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ হতে পারে।

আইকে