নুরউদ্দিন অপুকে হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগে স্থগিত
-2023-03-14-13-29-30.jpg)
অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী নুরউদ্দিন আহমেদ অপুকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার জামিনের বিষয়ে দুপুরে আদেশ দেয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও দেশকে অস্থিতিশীল করতে মতিঝিল সিটি সেন্টারের অফিসে বিপুল অর্থ মজুতের অভিযোগ পায় র্যাব। এ সময় অভিযান চালিয়ে ১০ লাখ ৭৩ হাজার টাকা জব্দ করা হয়। পরে মতিঝিল থানায় অপুসহ কয়েকজনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে র্যাব। এদিকে ২০১৯ সালের ৪ জানুয়ারি গ্রেফতার করা হয় অপুকে। পরে গত বছরের ২ ডিসেম্বর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অপুকে জামিন দেন হাইকোর্ট।
আইকে