রোববারের আগে কারামুক্ত হতে পারবেন না ফখরুল-আব্বাস

নাশকতার মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তবে আগামী রোববার (৮ জানুয়ারি) পর্যন্ত তাদের কারাগারে থাকার আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।
এছাড়া ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে জামিন শুনানির বিষয়ে দিন ধার্য করা হয়েছে।
আজ বুধবার (৪ জানুয়ারি) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিননামা দাখিল করা যাবে না মর্মেও আদেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু এবং অনেকেই আহত হন।
এ ঘটনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
আইকে