বাসে আগুন: ৬ জন তিন দিনের রিমান্ডে

রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ছয় আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- হযরত আলী, মঈনউদ্দিন, আবু সাঈদ শান্ত, আবুল কালাম আজাদ, আবু সুফিয়ান, সোহেল। এদের মধ্যে প্রথম তিনজন এক মামলায় এবং পরের তিনজন আরেক মামলার আসামি।
শাহবাগ থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করে।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব, শাহবাগ, মতিঝিল, গুলিস্তান, নয়াপল্টন, বংশাল, বাড্ডাসহ রাজধানীর নয় স্থানে এক ঘণ্টার ব্যবধানে যাত্রীবাহী কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে ৩টি সরকারি।
পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে পার্ক করে রাখা একটি সরকারি বাসে প্রথম আগুন দেওয়া হয়। বিকেল সাড়ে ৪টায় ভাটারা এলাকায় আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতে আরও একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া আরও কয়েকটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটান ঘটে।
এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিভিন্ন থানায় ৮টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। যার মধ্যে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।