ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ আয়নাল হক হত্যা মামলার রায়ে ২ জনের মৃত্যুদন্ড


২১ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৮

ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা ডাঃ আয়নাল হক হত্যা মামলার রায়ে ২ জনকে মৃত্যুদন্ড এবং ১১ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মৃত্যুদন্ড প্রাপ্ত ২ জন হচ্ছে তোরাব আলী ও শামীম।

সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিকী চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষনা করেন।এসময় নিহতের ছেলে বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন সহ পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মামলায় মোট ১৭ আসামির মধ্যে প্রধান আসামি তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি সহ ৪ জনের মৃত্যু হওয়ায় তাদের এ মামলা থেকে বাদ দেয়া হয়।অবশিষ্ট ১৩ জনের মধ্যে ১১ জনের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষনা করেন।খালাস প্রাপ্ত ২ জন পলাতক রয়েছে।

উভয় পক্ষের আইনজীবীরা জানান, ২০০২ সালের ২৮ মার্চ সন্ধ্যায় বনপাড়া বাজারে হত্যা করা হয় যুবদল নেতা আলিম মোল্লাকে।এর জের ধরে ওই রাতেই বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ আয়নাল হককে তার বাসা থেকে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করা হয়।পরদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।নিহতের পূত্রবধূ নাজমা জাকির বাদি হয়ে মামলা দায়ের করেছিলেন।