ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


রাষ্ট্রপতির কাছে আইনজীবীদের অনুরোধ জরুরি অবস্থা ঘোষণার


১৯ মার্চ ২০২০ ২২:১১

করোনা ভাইরাস মোকাবিলায় সংবিধানের ১৪১ ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানিয়েছেন সুপ্রিমকোর্টের তিন আইনজীবী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক পত্রে সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আসাদ উদ্দিন ও মো. জোবায়দুর রহমান এ অনুরোধ করেন।

এ পত্রের একটি অনুলিপি প্রধানমন্ত্রী বরাবর তারা পাঠিয়েছেন।

পরে এক বিজ্ঞপ্তিতে শিশির মনির জানান, করোনা এখন বৈশ্বিক মহামারি। এটি অতিমাত্রায় সংক্রামক। প্রথম বিশ্বের উন্নত দেশগুলো এই ভাইরাস নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন, কানাডা, বেলজিয়াম জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে মসজিদে নামাজ আদায় বন্ধ করে দিয়েছে।

এ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হলে দেশ ও জাতি আসন্ন বিপর্যয় থেকে রক্ষা পাবে।

নতুনসময়/আনু