ঢাকা মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


করোনাভাইরাস সন্দেহে ৩০ জন বিচারক হোম কোয়ারেন্টাইনে


১৯ মার্চ ২০২০ ০২:১৩

করোনাভাইরাস সন্দেহে ৩০ জন বিচারক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে আইন মন্ত্রনালয় সূত্রে এ তথ্য নিশ্চত করা হয়েছে। তারা অস্ট্রেলিয়া ফেরত এবং নিম্ম আদালতে কর্মরত আছেন।


আইন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, হোম কোয়ারেন্টাইনে থাকা এই বিচারকরা দুই সপ্তাহের প্রশিক্ষণে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তাদেরকে নিজেদের বাড়িতেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথমবারের মতো করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক বেড়েই চলেছে। ইতিমধ্যে বাংলাদেশে ১৪ জন করোনায় শনাক্ত হয়েছেন।