ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


অস্ট্রেলিয়ায় হামলায় নিহত ৪


৫ জুন ২০১৯ ০৫:৫৪

অস্ট্রেলিয়ার ডারউইন শহরে বন্দুক হামলায় চার জন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে সংখ্যা আরও বাড়তে পারে।

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ৪৫ বছর বয়সী বন্দুকধারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি কিছুদিন আগে জেল থেকে ছাড়া পান।

বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে আমরা ধারণা করছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি শটগান হাতে নিয়ে পাম রেস্তোরাঁর দিকে এগিয়ে যায়। এ সময় কয়েকটি দরজায় গুলি করতে থাকে। অ্যালেক্স নামের কাউকে সে ডাকছিল।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, পুলিশ আসার আগ পর্যন্ত দূর থেকে তাকে শান্ত মনে হয়েছে। প্রায় ঘণ্টা খানেক সে বন্দুক হাতে বসে ছিল।


নতুনসময়/এনএইচ