ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


পদত্যাগে অনড় রাহুল, আবারো বৈঠকে বসছে কংগ্রেস


২৯ মে ২০১৯ ০১:৪৬

ভারতের লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের পর সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। যদিও দল এর আগে তার সিদ্ধান্তের বিষয়টি নাকচ করে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তার সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেননি রাহুল।

ফলে বিষয়টি নিয়ে আবারও আলোচনা করতে কার্যনির্বাহী কমিটির আরেকটি বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে কংগ্রেস। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহেই ওই বৈঠক হতে পারে। তবে রাহুলকে স্বপদে বহাল রাখা প্রশ্নে একেবারে হাল ছেড়ে দিতে রাজি নন কংগ্রেস নেতারা। পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাহুলকে অনুরোধ করার কথাও ভাবছেন তারা।

 

নতুনসময়/এনএইচ