ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


গরুর মাংস বহনের অভিযোগে নারীসহ ৪ মুসলিমকে নির্যাতন


২৫ মে ২০১৯ ২৩:৫৯

ভারতের মধ্যপ্রদেশে গরুর মাংস বহনের অভিযোগে নারীসহ চার মুসলিমকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালানো হয়েছে।

এনডিটিভি জানায়, অটোরিকশায় চড়ে ওই গ্রাম দিয়ে যাচ্ছিলেন তিন মুসলিম তরুণ এবং তাদের একজনের স্ত্রী।

একপর্যায়ে তারা গরুর মাংস বহন করছিল বলে অভিযোগ এনে স্থানীয় হিন্দুত্ববাদী যুবকেরা তাদের আটকায়। পরে ওই তিন তরুণকে একে একে গাছের সঙ্গে বেঁধে ব্যাপকভাবে পিটুনি দেয়।

এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওতে দেখা যায়, বোরকা পরিহিত ওই মুসলিম নারীকেও মাথায় জুতা দিয়ে আঘাত করা হয়।

মারের তোড়ে ওই মুসলিম নারী হাঁটুমোড়া হয়ে বসে পড়েন। এ সময় হিন্দুত্ববাদী যুবকেরা ‘জয় শ্রী রাম’ বলে স্লোগান দিচ্ছিল। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই স্লোগান ছিল বিজেপির।

এদিকে পুলিশ ভোপাল থেকে এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যাদের একজন ফেসবুকে নিজেকে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন রামসেনার সদস্য বলে দাবি করেছে।

রামসেনার এই সদস্যকে লোকসভা নির্বাচনে বিজেপি নেত্রী প্রজ্ঞা ঠাকুরের হয়ে কাজ করতে দেখা গেছে। বিতর্কিত প্রজ্ঞা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা ললিত শাক্যভার বলেন, ভিডিওটি চার দিন আগের ঘটনার। ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


নতুনসময়/এনএইচ