ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


‘মোদী প্রধানমন্ত্রী হতে পারবে না’


২২ মে ২০১৯ ০৬:৪৭

ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণা আগামী ২৩ মে (বৃহস্পতিবার)। এর আগেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করে বলেন, ‘আমরা ৪০০ আসনে জয় পাচ্ছি, তাঁর থেকে একটাও কম না! মোদী প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ।’
‘মোদী প্রধানমন্ত্রী হতে পারবে না’

পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত ভারতের আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী বলেন, তার স্বামীর এমন মন্তব্যে তাকে নিয়ে হাসি ঠাঁট্টা শুরু হয়েছে। এর আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রী এরকম হাস্যকর মন্তব্য করে হাসির খোরাক জুগিয়েছেন।

রাবড়ি দেবীর দল বিহারে কংগ্রেস আর কয়েকটি ছোট দলের সাথে মিলে মহাজোট করেছে। আর আর বিহারে তাঁদের প্রধান প্রতিদ্বন্দী বিজেপিকে হারানোর জন্য নানারকম কৌশল আপন করে নিয়েছে। বিহারের মোট লোকসভা আসন হল ৪০, রাবড়ি দেবী ৪০ আর ৪০০ এর মধ্যে গুলিয়ে ফেলেন।

বৃহস্পতিবার (২৩ মে) ফলাফল ঘোষণা । ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত রাবড়ি দেবী বিহারের মুখ্যমন্ত্রীও ছিলেন। বিরোধী বিশেষ করে বিজেপি, বরাবরই রাবড়ি দেবীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এসেছে। শুধু রাবড়ি দেবীই না, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বরাবর প্রশ্ন উঠেছে। খবর-ইন্ডিয়া র‌্যাগ

 

নতুনসময়/আইকে