রোগীর পেট থেকে ১১৬ টি লোহার পেরেক উদ্ধার

বিভিন্ন সময়ে রোগীর পেট থেকে বিভিন্ন কিছু বের হওয়ার খবর শুনতে পাওয়া গেছে। অপারেশনের সময় রোগীর পেটে কাচি রেখে দিয়েছে ডাক্তার। রোগীর পেট থেকে মাথার চুল উদ্ধার। এমন নানান খবর প্রকাশিত হয়েছে কিন্তু এবারের খবর হচ্ছে ১১৬টি লোহার পেরেক রোগীর পেটে!
অবাক করার মতই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে। সেখানে কোটার বুন্দি সরকারি হাসপাতালের চিকিৎসকরা সম্প্রতি এক রোগীর পেট থেকে ১১৬টি লোহার পেরেক বের করেছেন। পেরেকগুলোর সঙ্গে একটি লোহার তারও ছিল।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই রোগীর নাম ভোলা শঙ্কর। তিনি পেশায় মালী। বেশ কয়েক দিন ধরে পেট ব্যাথায় ভুগছিলেন। পরে হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। এক্স-রে ও সিটি স্ক্যানের পর তার পেটের ভেতর পেরেক, তার ধরা পড়ে।
নতুনসময়/আইকে