সাপ-বৃদ্ধ ধাওয়া পাল্টা ধাওয়ায় দুইজনের মৃত্যু

সাপে ছোবল মারার পর তিনিও সাপকে কামড় দিলেন। এমন অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন ভারতের গুজরাটের মহিসাগর এলাকায় প্রভাত গালা বারিয়া নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ।
ওই বৃদ্ধ ক্ষেতে কাজ করছিলেন। এমন সময় একটি সাপ তাকে কামড় দেয়। এতে তিনি রেগে গিয়ে সাপটিকে ধরে কামড়াতে থাকেন। ততক্ষণ পর্যন্ত কামড়াতে থাকেন যতক্ষণ না সাপটি মারা যায়।
এদিকে সাপকে কামড়ানোর পর প্রভাতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসার অভাবে তাকে বাঁচানো যায়নি। শেষ পর্যন্ত সাপের বিষেই মৃত্যু হয় প্রভাতের।'
নতুনসময়/আল-এম,