ঘূর্ণিঝড় ফণী'র আঘাতে উড়ে গেল স্কুলবাস!

কোথাও উল্টে দিচ্ছে স্কুলবাস। দাঁড় করানো গাড়ি ঠেলতে ঠেলতে রাস্তার পাশে নিয়ে গিয়ে উল্টে ফেলে দিচ্ছে ঘূর্ণিঝড় ফণী। কোথাও ঘূর্ণিঝড়ের দাপটে আবার ঘুড়ির মতো উড়ে যাচ্ছে ফাইবারের কাঠামো। এমনই সব ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে ভারতের ওড়িশার বিভিন্ন প্রান্তে।
ফণীর তাণ্ডব ক্যামেরাবন্দি করতে হাতের স্মার্টফোনই হয়ে উঠেছে অস্ত্র। পেশাদার সাংবাদিক বা চিত্র সাংবাদিকদের থেকেও যেন ভয়ানক ছবি তুলে ধরেছেন আম জনতা। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সাইক্লোন ফণীর চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে সেই সব ভিডিও।
নতুনসময়/এনএইচ