ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


সিগারেট না দেয়ায় যুবককে গুলি


২ মে ২০১৯ ০৩:০৪

সিগারেট দিতে রাজি না হওয়ায় দিল্লিতে এক যুবককে গুলি করেছে দুই ব্যক্তি। আহত ওই যুবকের নাম আমির খান (২৩)।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ভারতের উত্তর পশ্চিম দিল্লির শালিমার বাগে ঘটেছে এই ঘটনা।

পুলিশকে দেয়া বিবৃতিতে আমির খান বলেন, তিনি এবং তার এক বন্ধু গত মঙ্গলবার রাতে একটি শপিং মলের কাছে দাঁড়িয়ে ছিলেন। তখন দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে তার কাছ থেকে সিগারেট চায়।
এরপর আমির খান সিগারেট দিতে না চাইলে ওই দুই ব্যক্তির সঙ্গে বিতর্ক বাধে। একপর্যায়ে ওই দুই অজ্ঞাত ব্যক্তির একজন পিস্তল বের করে আমিরকে গুলি করে।

পুলিশ জানিয়েছে, আমির খান নামের ওই যুবকের বুকের ডানদিকে গুলি লেগেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইতোমধ্যে হত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।


নতুনসময়/এনএইচ