ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


মোদির জেলা সভাপতি হওয়ারও যোগ্যতা নেই: মমতা


২ মে ২০১৯ ০২:৪৫

ফাইল ফটো

৫ম দফার লোকসভা নির্বাচনের আগে ভারতে জমজমাট প্রচারযুদ্ধ। বুধবার ফের রাজ্যে পা রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

বুধবার শাহ বলেন, ২৩ মে ভোটের ফল বের হওয়ার পর দিদির জামানা শেষ হয়ে যাবে।

মমতা বাংলার গণতন্ত্র ধ্বংস করেছেন বলেছেন দাগেন শাহ।

অপরদিকে, মোদি-শাহকে ফের আক্রমণ করলেন মমতা। আন্দুলের সভায় মমতা বলেন, আমাদের ব্লক সভাপতির যা যোগ্যতা আছে, সেই যোগ্যতা অমিত শাহের নেই। চ্যালেঞ্জ করে বলছি। একজন জেলা সভাপতির যে যোগ্যতা রয়েছে, তা নরেন্দ্র মোদির নেই।

মমতা আরও বলেন, আপনাদের জেলায় কাল এসে উনি (মোদি) বলেছিলেন না ৪০ জন বিধায়ককে ভাঙাবেন। লজ্জা করে না! নির্লজ্জ প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী হয়ে বেচাকেনা করছো! এরপরই মোদিকে মমতার পাল্টা হুঙ্কার, আমার একটা গেলে ১ লাখ তৈরি হয়ে যায়, তৈরি করার মানসিকতা রয়েছে।’

নতুনসময়/ আল-এম