ঢাকা মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


যুক্তরাজ্যে বিকট শব্দে বিস্ফোরণ


২৭ এপ্রিল ২০১৯ ০১:৩৫

যুক্তরাজ্যের সবচেয়ে বড় স্টিল ওয়ার্কস প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।


শুক্রবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় ভোরে দেশটির পোর্ট টালবট টাউনে টাটা স্টিল সাইটে বড় ধরনের একটি বিস্ফোরণে বিপর্যয় দেখা দেয় বলে স্থানীয়রা নিশ্চিত করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, অনলাইনে পোস্ট করা ঘটনার ভিডিওতে দেখা গেছে, প্ল্যান্টের বেশ কয়েকটি স্থানে বড় ধরনের আগুন।

ঘটনার পরপরই ভোর ৩টা ৩৫ মিনিটে জরুরি সেবা ফোন নম্বর ৯৯৯ এ কল যায় কর্তৃপক্ষের কাছে। এরপর প্যারামেডিক এবং ফায়ার সার্ভিসের কর্মীসহ জরুরি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় এক ব্রিটিশের টুইটে বলা হয়েছে, পোর্ট টালবটের স্টিল প্ল্যান্টে বড় ধরনের একটি বিস্ফোরণ হয়ে গেলো। এরপর বাড়িটিতে বিপর্যয় দেখা দেয়। তবে আশা করা হচ্ছে এ ঘটনায় কেউ বড় ধরনের আঘাত পাননি।

নতুনসময়/এনএইচ