ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


নিউজিল্যান্ডের মসজিদে হামলায় দুই বাংলাদেশি নিহত: হাইকমিশনার


১৫ মার্চ ২০১৯ ২২:৫৭

ফাইল ছবি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদসহ কয়েকটি স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম সুফিউর রহমান। এছাড়া আরও একাধিক বাংলাদেশি আহত হওয়ার খবর মিলেছে।

শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে অবস্থিত আল নুর মসজিদ ও লিনউড অ্যাভিনিউ মসজিদে এবং আরেকটি স্থানে এ হামলা হয়। অস্ট্রেলিয়ায় নিযুক্ত হাইকমিশনার সুফিউর রহমান দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর দেন সংবাদমাধ্যমকে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

হামলার সময় বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা মসজিদ আল নুরের খুব কাছের এক মাঠেই অনুশীলন করছিলেন। অনুশীলন শেষে তারা মসজিদটিতে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। খেলোয়াড়রা সেখানে গিয়ে শুনতে পান মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মাঠের দিকে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আল নুর মসজিদে হামলাকারী সামরিক পোশাক পরে প্রবেশ করে। স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে তিনি মসজিদে নামাজ পড়ার সময় মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেন। এরপর পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী হামলাকারীর নাম ব্রেন্টন ট্যারেন্ট। তিনি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত।

হামলার ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে দেশটির পুলিশ।