মাদুরোর পতনের ওপর বাজিতে জিতে ৪ লাখ ডলারের বেশি আয়
ক্রিপ্টোভিত্তিক প্ল্যাটফর্ম পলিমার্কেট। অনেকেরই ওয়েবসাইটটি সম্পর্কে ধারণা রয়েছে কিংবা একেবারেই নেই। তবে, এই ওয়েবসাইটটি বর্তমানে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কারণ, এই প্রেডিকশন মার্কেটের একজন ব্যবহারকারী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের ওপর বাজি ধরে আয় করেছেন প্রায় অর্ধ মিলিয়ন ডলার। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, কেউ কি মার্কিন অভিযানের গোপন তথ্যে ফায়দা নিয়ে পলিমার্কেটে লাভ করেছেন?
পলিমার্কেটে মাদুরো জানুয়ারির শেষের মধ্যে ক্ষমতা হারাবেন কিনা সেই বিষয়ে বাজি লাগানো হচ্ছিলো। আর এর বাজি ধরার কয়েক ঘণ্টার মধ্যেই অফিসিয়ালি মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করা হয়েছে।
যেই ব্যবহারকারী অ্যাকাউন্ট মাদুরোকে নিয়ে বাজি ধরেছে, সেটি মূলত গত মাসে প্ল্যাটফর্মটিতে যোগ দেয় এবং ওয়েবসাইটে সর্বমোট চারটি পজিশন নিয়েছিল। সবগুলো বেট-ই ছিলো ভেনেজুয়েলার ওপর। মাত্র ৩২ হাজার ৫শ' ৩৭ ডলার বেট লাগিয়ে ব্যবহারকারী আয় করেন মোট ৪ লাখ ৩৬ হাজার ডলার।
কেউ এখনও নিশ্চিত নয় কে সেই বাজি ধরেছেন। গোপন অ্যাকাউন্টটির বিষয়ে পলিমার্কেটের তথ্য দেখায়, গত ২ জানুয়ারির দুপুরে ট্রেডাররা মাদুরোর ক্ষমতা হারানোর সম্ভাবনাকে মাত্র ৬.৫ শতাংশ ধরে রেখেছিলেন।
কিন্তু রাত দেড়টার আগে সম্ভাবনা ১১% এ পৌঁছায় এবং ৩ জানুয়ারির সকালের দিকে দ্রুত বৃদ্ধি পায়। এরপরই ট্রাম্পের ঘোষণায় বেট হুহু করে বাড়তে থাকে। এ বিষয়ে পলিমার্কেট কর্তৃপক্ষ তাৎক্ষণিক মন্তব্য করেনি।
বেটার মার্কেটসের সিইও ডেনিস কেলিহার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-কে বলেন, এই বিশেষ বাজিটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে মার্কিন প্রশাসনের ভেতর থেকে কেউ মাদুরোকে আটকের তথ্য 'লিক' করেছে। সেই তথ্যের ওপর ভিত্তি করে ট্রেডাররা বাজি ধরেছে।
অন্যান্য পলিমার্কেট ব্যবহারকারীরাও মাদুরোর ধরা পড়ার ওপর বাজি থেকে হাজার হাজার ডলার উপার্জন করেছেন। এই ঘটনা মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর কিছু আইনপ্রণেতা এখন এ বিষয়ে নজর দিতে শুরু করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) নিউ ইয়র্কের একজন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রিচি টোরেস একটি বিল উপস্থাপন করেছেন যা সরকারের কর্মচারীদের প্রেডিকশন মার্কেটে ট্রেড করা থেকে বিরত রাখবে।
প্রেডিকশন মার্কেট সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা অর্জন করেছে। পলিমার্কেট ও কালশির মতো কোম্পানি ব্যবহারকারীদেরকে ক্রীড়া থেকে রাজনীতি পর্যন্ত সবকিছুতে বাজি ধরার সুযোগ দেয়।
এই বেটিং সাইটগুলোতে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ওপর শতকোটি ডলারের বাজি ধরা হয়েছিলো বলে জানায় বিবিসি। মার্কিন প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কালশি ও পলিমার্কেটে উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলে জানা যায়।
