ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


পাকিস্তানে বৃষ্টি ও তুষারপাতে নিহত ৩৫


৫ মার্চ ২০২৪ ১৫:০২

সংগৃহীত

প্রায় এক সপ্তাহ ধরে পাকিস্তানের গিলগিট-বালতিস্তান, বেলুচিস্তানের কিছু অংশ এবং খাইবার পাখতুনখাওয়াতে হিমায়িত বৃষ্টি এবং অপ্রত্যাশিত তুষারপাতের ফলে ২২ শিশুসহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েক ডজন আহত হয়েছেন।

পাকিস্তান দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ভূমিধসে পিষ্ট হয়ে বা তাদের ঘরবাড়ি চাপা পড়ে হয়েছেন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে আঘাত হানে। এতে অনেক মানুষ রাস্তায় আটকা পড়ে এবং শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের কির্ক জেলার বাসিন্দা হাজিৎ শাহ বলেন, তিনি আগে ২৫ বা ৩০ বছর আগে মাত্র একবার ওই অঞ্চলে তুষারপাত দেখেছেন। সেই হালকা তুষারপাত মাত্র কয়েক মিনিট স্থায়ী ছিল।

বিশেষজ্ঞরা তুষারপাত দেখে অবাক হয়েছেন। কারণ মার্চ মাসে পাকিস্তানে সাধারণত আর্দ্র আবহাওয়া থাকে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মোশতাক আলী শাহ জলবায়ু পরিবর্তনকে এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য দায়ী করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বর্ষণে অন্তত ১৫০টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আরও ৫’শ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে। কয়েক দিন ধরে কিছু জেলায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহ করেছে। পাশাপাশি হতাহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে।

নতুনসময়/এএম


পাকিস্তান, দুর্যোগ, তুষারপাত, হিমায়িত বৃষ্টি, ক্ষতিগ্রস্ত, ভূমিধস