ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


এফবিআইর ওয়ান্টেড তালিকায় বাংলাদেশি যুবকের নাম


৩ মার্চ ২০২৪ ২১:৩১

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় নাম এসেছে রুহেল চৌধুরী নামের এক বাংলাদেশির। রুহেল নিউইয়র্কে অপহরণ চক্রের সদস্য বলে জানা গেছে।

তাকে ধরিয়ে দিতে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ লাখ টাকা।

৩৪ বছর বয়সী এই বাংলাদেশিকে ধরিয়ে দিতে গত ১ মার্চ এফবিআই একটি পোস্টারও প্রকাশ করে।

এফবিআই জানায়, তার বিরুদ্ধে নিউইয়র্কে দুজনকে অপহরণ, নির্যাতন, যৌন নিপীড়ন এবং মুক্তিপণের জন্য হুমকি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গত বছর কুইন্সের রাস্তা থেকে দু’জনকে অপহরণের ঘটনায় জড়িত সাতজন সন্দেহভাজনের মধ্যে ৩৪ বছর বয়সী রুহেল চৌধুরী হচ্ছেন শেষ ব্যক্তি।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী ৩৪ বছর বয়সী আবু চৌধুরী এবং তার স্ত্রী ২৪ বছর বয়সী ইফফাত লুবনাসহ আরও ছয়জন ষড়যন্ত্রকারীকে গত বছর এবং চলতি বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁর নামে এক ব্যক্তিকে তুলে নেওয়ার জন্য গাড়ি সরবরাহের অভিযোগ উঠেছে।যেই গাড়িতে এক ভুক্তভোগীকে গাড়িতে আটকে রেখে মারধর এবং অপহরণের অভিযোগ উঠেছে।

নতুনসময়/এএম


যুক্তরাষ্ট্র, ওয়ান্টেড, নিউইয়র্ক, অপহরণ, এফবিআই, ডলার, পুরস্কার