রাফায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫২

বর্বর ইসরায়েলিদের আক্রমণের মুখে যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন রাফায়। প্রায় ১০ লাখেরও বেশি নিরস্ত্র মানুষের আশ্রয়স্থলে শুরু হয়েছে ইসরায়েলি অভিযান। এ পর্যন্ত হামলায় নিহত হয়েছে অন্তত ৫২ জন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর নাগাদ ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, রাফায় হামাসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান লক্ষ্য হামলা চালানো হয়েছে। এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে তারা এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় দক্ষিণ রাফার শাবোরা এলাকায় অন্তত ৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি হামলায় এ সময় ১৪ আবাসিক ভবন ও ৩টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।