ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


ব্রাজিলের স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১


২০ জুন ২০২৩ ১৯:৪৯

ব্রাজিলের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে এক শিক্ষার্থীর। এরই মধ্যে আটক করা হয়েছে হামলাকারীকে। খবর আল জাজিরার।

সোমবার (১৯ জুন) দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে ঘটে এ ঘটনা। এতে আহত হয়েছে আরও এক শিশু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, সোমবার কামবে শহরের স্কুলটিতে ভুয়া তথ্য দিয়ে প্রবেশ করে হামলাকারী। স্কুলে ঢুকেই শুরু করে এলোপাতাড়ি গুলি। এক পর্যায়ে বন্দুকধারীকে ধরে ফেলে নিরাপত্তাকর্মীরা। জানা গেছে, হামলাকারী স্কুলেরই সাবেক এক শিক্ষার্থী।

এ ঘটনায় টুইটবার্তায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি আশ্বাস দেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে রাজ্যটিতে।

এর আগে চলতি বছরই ব্রাজিলের একটি ডে কেয়ারে ঢুকে হত্যা করা হয় চার শিশুকে। সাও পাওলোর এক স্কুলে ১৩ বছর বয়সী ছাত্রের ছুরিকাঘাতে নিহত হন শিক্ষক। আহত হয় আরও ৫ শিক্ষার্থী।