ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


সৌদিতে ঈদুল আজহা ২৮ জুন


১৯ জুন ২০২৩ ০৫:১৯

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী বুধবার (২৮ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

মুসলমানদের সবচেয়ে পবিত্র আরাফার দিনটি হবে ২৭ জুন। জিলহজ মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখ উদযাপিত হয় ঈদুল আজহা।

হারামাইন শরিফাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১৯ জুন) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী ৯ জিলহজ (২৭ জুন) ইয়াওমুল আরাফাত তথা আরাফাতের দিন। এই দিনই মূল হজ শুরু হবে। এরপর দিন তথা ১০ জিলহজ (২৮ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

এর আগে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সদস্যরা দেশটির আকাশে রোববার (১৮ জুন) সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করেন।

এ ছাড়া মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। এই তিনটি দেশে ২৯ জুন ঈদ পালন করা হবে।

সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশীয় এবং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ওমানের একদিন পর বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে ঈদ উদযাপন করা হয়।

চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই উৎসবের তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

সূত্র : খালিদ টাইমস ও গলফ নিউজ