ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


পেরুতে স্বর্ণের খনিতে আগুন, নিহত ২৭


৮ মে ২০২৩ ১৯:২৫

পেরুর একটি স্বর্ণখনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও পৌনে দুইশো মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলের একটি খনিতে আগুন লাগার পর প্রাণহানির এ ঘটনা ঘটে।

সোমবার (৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় প্রশাসন জানায়, ইয়ানাকুইহা প্রতিষ্ঠানের মালিকানাধীন ঐ খনিটি। দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয়েছে ১৭৫ খনি শ্রমিককে। বাকিরা বিস্ফোরণের ধাক্কায় ধসে পড়া পাথরের নীচে আটকা রয়েছেন। তাদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩২৮ ফুট গভীরে খননকাজ চালানোর সময় হয়েছিল বৈদ্যুতিক শট সার্কিট। সেখান থেকেই ঘটে বিস্ফোরণ।