ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ইয়েমেনে জাকাত সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৮৫


২০ এপ্রিল ২০২৩ ২০:২১

ইয়েমেনে জাকাতের অর্থ সংগ্রহ করার সময় পদদলিত হয়ে ৮৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া ৩২২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বার্তাসংস্থা এএফপি জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাকাতের অর্থ বিতরণের সময় এ ঘটনা ঘটে।

এদিকে হতাহতের তথ্য নিশ্চিত করেছে হুতি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী সানার ‘বাব-আল-ইয়েমেন’ এলাকায় হয় এই মর্মান্তিক ঘটনা। ঈদের আগে স্থানীয় একটি স্কুলে বিতরণ করা হচ্ছিল যাকাত ও ফিতরার অর্থ। এ সময় বিপুল সংখ্যক মানুষের চাপে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। হতাহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দানের এই অনুষ্ঠান আয়োজনকারী দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তদন্তও চলছে।

আইকে