ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


তুরস্কে হঠাৎ বন্যা, ১৪ জনের মৃত্যু


১৬ মার্চ ২০২৩ ২১:২২

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কে দেখা দিলো বন্যা। বুধবার মুষলধারে বৃষ্টির পর আকস্মিক এ বন্যা শুরু হয়। হঠাৎ এ বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ-পূর্বে ১১টি প্রদেশে বিপর্যস্ত এলাকাগুলোতে কয়েক হাজার তুর্কি নাগরিককে তাঁবু এবং কনটেইনার হোমে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার ওই এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হলে শুরু হয় বন্যা। এ সময় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারিতে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। এতে এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আইকে