ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


ট্রেন দুর্ঘটনার দায় নিয়ে গ্রিস পরিবহনমন্ত্রীর পদত্যাগ


২ মার্চ ২০২৩ ২১:৪৪

গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ৩৮ জন নিহত হওয়ার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন গ্রিসের অবকাঠামো ও পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। খবর বিবিসির।

স্থানীয় সময় গতকাল বুধবার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর পদত্যাগের ঘোষণা দেন তিনি।

কোস্টাস কারামানলিস বলেন, এমন মর্মান্তিক ঘটনা যখন ঘটেছে, তখন কিছু না ঘটার ভান করে কাজ চালিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি এই ব্যর্থতার দায় নিচ্ছি এবং পরিবহনমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছি। ট্রেন দুর্ঘটনায় যে মানুষেরা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ এটাই (পদত্যাগ করা) আমার কর্তব্য।

উল্লেখ্য, গত মঙ্গলবার শেষ রাতের দিকে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন নিহতের কথা জানা গেছে। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী।

আইকে