ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


রাশিয়া যাবেন চীনের প্রেসিডেন্ট : রিপোর্ট


২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৩২

অদূর ভবিষ্যতে মস্কোতে গিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করতে চান চীনের প্রসিডেন্ট শি জিনপিং।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন এখন ইউক্রেন নিয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে চায়। এছাড়া যুদ্ধ বন্ধ করা ও শান্তি আলোচনা শুরু করার উদ্য়োগ নিতে চান শি জিনপিং। সেই সঙ্গে তিনি এটাও নিশ্চিত করতে চান, এই সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না।

রিপোর্টে বলা হয়েছে, জিনপিংয়ের মস্কো সফর এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের দিন এখনও স্থির হয়নি। তবে চলতি বছরের এপ্রিল বা মে মাসে রাশিয়ায় ওই সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে হারানোর বিজয়োৎসব পালন করবে রাশিয়া।

এদিকে চীনের কূটনীতিক ওয়াং ই এখন মস্কোতে আছেন। তিনি আজ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পুতিনের সঙ্গেও তিনি দেখা করবেন। সেখানেই শি জিনপিংয়ের সফর নিয়ে কথা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইকে