ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


রাশিয়ায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৬


২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০২

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বহুতল ভবনে আগুন লাগার পর দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়।

এই অগ্নিকাণ্ডে ৯ জন আহত হয়েছেন এবং ভবনটি থেকে ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম মন্ত্রণালয়।

ভবনটির পঞ্চম তলায় আগুন লাগার ঘটনায় ফৌজদারি মামলা করা হয়েছে। মস্কোর তাগানস্কি জেলার ৪১ বছরের পুরাতন ভবনটির নিচের তলায় এমকেএম হোটেল এবং ওপরের তলাগুলোতে অ্যাপার্টমেন্ট রয়েছে।

আইকে