ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ন্যাটোর গতি বুঝে পরিকল্পনা করবে রাশিয়া, জানালেন সেনাপ্রধান


২৫ জানুয়ারী ২০২৩ ০৯:৪৯

ইউক্রেনে অভিযানের দায়িত্বপ্রাপ্ত নতুন রুশ জেনারেল জানিয়েছেন, ন্যাটোর সম্ভাব্য সম্প্রসারণ বুঝে রাশিয়া সামরিক পরিকল্পনা সাজাবে।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনকে নিয়োগের তিন মাস পর গত ১২ জানুয়ারি সরিয়ে দেওয়া হয়।

সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে তার স্থলাভিষিক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে অভিযানের দায়িত্বপ্রাপ্ত এই রুশ জেনারেল বলেন, নব্য আধুনিক অর্থনৈতিক সম্পর্কের আলোকে রাশিয়ার সৈন্য সমাবেশ প্রশিক্ষণ সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়নি। এগুলোর সব আমাকে ঠিক করতে হবে। চলতি মাসের মাঝামাঝিতে ঘোষিত সামরিক সংস্কার নিরাপত্তা হুমকির আলোকে সমন্বয় করা হবে।

সূত্র: আল জাজিরা

আইকে