অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক সভায় পদদলিত হয়ে ৮ জনের প্রাণহানি

ভারতের অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক সভায় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন এক নারীসহ কমপক্ষে ৮ জন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
গেলরাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নেল্লোর জেলায় ছিল রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর রোড শো। সমাজ পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন তিনি। সেই সমাবেশে দেখা যায় উপচে পরা জনতার ভিড়। সন্ধ্যায় তেলেগু দেশম পার্টি- টিডিপির চেয়ারপার্সন শহরে পৌঁছালে তাকে একনজর দেখতে শুরু হয় হুড়োহুড়ি। সেসময় বর্জ্য ফেলার একটি নালায় পরে যান অনেকে, হন পদদলিতও। সেখানেই এমন মৃত্যুর ঘটনা ঘটে।
আইকে